নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র কর্মহীন ৫ শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহীদ মুনসুর আলী অডিটোরিয়াম প্রাঙ্গণে এই ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমের এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফিরোজ মাহমুদ। এসময় রেডক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানি, আওয়ামী লীগ নেতা ফিরোজ তালুকদার , রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের
উপ-পরিচালক রবিউল আলম, ম্যানেজার তাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ফুড প্যাকেজে ছিল সাড়ে সাত কেজি চাল, মুসুর ডাল এক কেজি, সয়াবিন তেল এক কেজি,চিনি এক লিটার , লবণ এক কেজি,সুচি আধা কেজি।