ময়মনসিংহ (ত্রিশাল) সংবাদদাতা:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রকাশিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যুর সংবাদ পেয়ে ত্রিশাল পৌর এলাকাসহ সকল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কঠিন ভাবে সতর্ক থাকার আহবান জানালেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
২০ এপ্রিল রাতে মেয়র তাঁর নিজস্ব মোবাইলের মাধ্যমে এই আহবান জানান। তিনি আরো জানান, ত্রিশাল পৌর শহরের বাজারটি বার বার সতর্কতা দেওয়ার পরও ঈদের বাজারের মত হাজার হাজার মানুষ বাজার করছে। কেউ কারো কথা শুনছে না।
প্রতিদিন জমজমাট বাজারে করোনা নামক ভয়াবহতা বিষয়টি নিয়ে কেউ সতর্ক হতে চেষ্টা করছে না। প্রতি রাস্তায় সি এনজি, অটো, ভ্যান ও অন্যান্য গাড়ী গুলো কি ভাবে চলছে কেউ বলতে পাচ্ছে না। মেয়র আরো বলেন, করোনার মহামারী থেকে এই মানুষ গুলোকে রক্ষা করতে, যাদের কাছে প্রশাসনিক দায়িত্ব রয়েছে তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে ত্রিশালের মানুষ গুলো নিরাপদ থাকবে।