ইমন রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিবপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১১ এপ্রিল পূর্বধলা উপজেলার শিবপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের ঝগড়া বিবাধ হয়। এরই জের ধরে গত ১৩ এপ্রিল সকালে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার সন্রাসী মোঃ জজ মিয়ার নেতৃত্বে একদল সন্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোঃ দুলাল মিয়ার পরিবার ও মুক্তিযোদ্ধা মোঃ মোকারিম এর পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে বসত ঘরের বেড়া, দরজা জানালাসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় বসত ঘরের সুকেজের ড্রয়ারে থাকা ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় সন্রাসী সোহেল। এ হামলায় অন্তত ১০ আহত হয়। গুরুতর আহত ৩ জনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের বিরুদ্ধে মোঃ দুলাল মিয়া বাদী হয়ে মোঃ জজ মিয়া,লাক মিয়া, মোঃরবিকুর, মোঃসাইদুল খোরসেদ আলী, জালাল উদ্দীন, বাচ্চু মিয়া সহ ১২ জনের নাম উল্লেখ পূর্বক পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী জানান আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তাদের ধরছেনা পুলিশ, বরং মামলা করায় আসামীরা আমাদেরকে প্রতিনিয়তই প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে।
