ময়মনসিংহ ত্রিশাল থেকে এস এম রুবেল আকন্দ:
ময়মনসিংহ সদর উপজেলা চুরখাই বাজারে করোনা মোকাবিলায় সরকারি নির্দেশ অমান্য করে অকারণে যানবাহন চালানো, অহেতুক ঘর থেকে বাহিরে ঘোরাফেরা করা দায়ে ২ জনকে সর্বমোট ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২ টায় থেকে রাত পর্যন্ত পুলিশ এবং আনসার এর সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে সূত্র জানা যায়, ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থান, বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযানে এসব জরিমানা করা হয় । অভিযানে ১৮৬০ এর ১৮৮ ধারায় এক জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ৫০০টাকা অর্থ দন্ড করা হয় এবং ২৬৯ ধারা আইনে ১ জনের বিরুদ্ধে ১টি মামলায় দায়ের করে ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা ভাইরাস থেকে জনগনকে রক্ষার জন্য সরকারের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ময়মনসিংহের বিভিন্ন সহ সর্বত্র জোর টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ।
