মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার
আড়াইহাজার, রামচন্দ্রী খালের বাঁধ থেকে মানুষের মাথার খুলিসহ ১টি মানুষের কংকাল শুক্রবার বিকেলে উদ্ধার করা হয়েছে। কংকালটি উদ্ধার করে আড়াইহাজার থানার গোপালদীর ফাঁরির ইনচার্জ মোঃ কুতুব ভুল আলম।
তিনি জানান, খালের বাঁধে মানুষের হাড় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়, মাথার খুলি সহ একটি মানুষের কংকাল উদ্ধার করে। ঐ সময় গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার উপস্থিত ছিলেন। তার পর উদ্ধার করা কংকাল টি জালাকান্দী গোরস্তানে দাফন করা হয়।