করোনা প্রাদুর্ভাব বিস্তার রোধে ও করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলা শহরের প্রবেশ পথের চেকপোস্ট গুলো পরিদর্শনে সরাসরি মাঠে নেমেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম।
এ সময় তিনি চেকপোস্টে দিনরাত নজর দারি করে যাওয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা গোলাম মোর্তোজার চৌকষ দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।
তিনি চেকপোস্ট পরিদর্শন কালে বলেন, জনগণকে এক এলাকা হতে অন্য এলাকায় চলাচলে কঠোরভাবে সীমিত করা। এবং অকারনে যেন কেউ বাইরে ঘোরাফেরা না করে সেদিকে লক্ষ্য রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসকের লকডাউন ঘোষণার পরেই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীরুল ইসলাম ও তদন্ত ইনচার্জ গোলাম মোর্তোজার নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য সদস্যদের নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: