গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।বুধবার সকাল ৬ টায় হঠাৎ আকাশের আবহাওয়া অন্ধকার মিশ কালো হয়ে আসে, সে সময় প্রচন্ড বাতাস বয়তে থাকে। কৃষক সহ বিভিন্ন কাজের মানুষেরা গৃহে প্রবেশ করে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ললিত রায় ও মর্তুজা আলম বলেন,কাল বৈশাখী ঝর যেভাবে আসলো হঠাৎ করেই অন্ধকার হয়ে গেলো,ঘন্টা ব্যাপি কালবৈশাখী ঝর বয়ে গেল, কালবৈশাখী ঝর এলে বাহিরে কেউ থাকবেনা।
জানা যায় কালবৈশাখী ঝরে কিছু কিছু এলাকায় ক্ষতি গ্রস্ত হয়েছে।তবে ঠাকুরগাঁও জেলায় এখনো বৃষ্টি চলমান রয়েছে।