নিজস্ব প্রতিনিধিঃ- পাটগ্রাম উপজেলায় বিভিন্ন পর্যায়ের মানুষ ত্রান সামগ্রী পেলেও।সবার দৃষ্টির অগচরে রয়ে গেছে পত্রিকা বিলিকারী হকাররা।গত ২০দিন ধরে দুর্বিষহ জীবন জীবিকা নির্বাহ করিতেছেন, অথচ কাহারও কাছে সহযোগিতা চায়নি চক্ষু লজ্জার কারনে,কিন্তু পেট তো আর বাধা মানে না,অবশেষে চক্ষু লজ্জা এড়িয়ে পাটগ্রাম রিপোর্টাস ক্লাবের একজন সাংবাদিককে অবগত করলে, তা জানতে পেরে সাথেসাথে উপহার সামগ্রী নিয়ে হাজির হন সাংবাদিক মোঃমমিন খাঁন মুন। পাটগ্রাম রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃমমিন খাঁন মুন অসহায় মানুষের দুর্বিষহ জীবন যাপনের খবর পেলেই ছুটে চলেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।দেশের এই ক্লান্তিলগ্নে সর্বত্রই শুধু হাহাকার, লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ছে,জানা অজানা অনেকেই আছে খেয়ে না খেয়ে জীবন যাপন করিতেছে।সাংবাদিক মোঃমমিন খাঁন মুন নিজ উদ্যোগে যতটুকু সামর্থ্য অনুযায়ী অনাহারে থাকা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন।তারই ধারাবাহিকতায় আজ দুপুরে পাটগ্রাম উপজেলার কর্মহীন হয়ে পড়া ৬ জন পত্রিকা বিলিকারী(হকার)দের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন রিপোর্টাস ক্লাব প্রাঙ্গণে। উপহার সামগ্রীর মাঝে ছিলো-চাল,ডাল,তেল,সাবান,আলু,লবন।উপহার সামগ্রী পেয়ে হকাররা খুব খুশি,তারা সাধুবাদ জানায় পাটগ্রাম রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের,এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক মোঃমমিন খাঁন মুনের,তার দীর্ঘায়ু কামনা করেন।পাশাপাশি আক্ষেপও করেন এতো সাংবাদিক থাকতে শুধু মোঃ মমিন খাঁন মুন ভাই খবর পেয়ে ছুটে আসেন আমাদের পাশে।
