নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ১৯ মহামারীতে ঢাকাসহ সারা দেশে লকডাউন পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ মানুষের ধারে ধারে বাসায় গিয়ে গিয়ে ১০১২ পরিবারকে ত্রান বিতরন করেছেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন অঞ্চল ৩।
প্রতিস্ঠাতা সভাপতি মো মনির হোসেন, ঢাকা উওর সিটি করপোরেশন। এ সময় মো মনির হোসেনের সাথে কথা বল্লে অশ্রুশিক্ত ভড়া কন্ঠে ক্রাইম রিপোর্ট ২৪. কমের নিজস্ব প্রতিবেদক কে জানান। আমাকে যদি আল্লাহপাক রাব্বুল আলামিন তৌফিক দিতো আমি ৫০০০অসহায় পরিবারকে এই দুঃসময়ে ত্রান দিতাম। দেশবাশীর কাছে দোয়া চেয়ে বলেন সবাই সবার জন্য দোয়া করবেন। এবং যাদের আছে সবাই যেন অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাড়ায়, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায়, ওলি-আউলিয়াদের উছিলায় অতি তারা তারি করোনা নামক গজব হইতে সবাইকে হেফাজত করুন। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের হেফাজত করুন।