নিজস্ব সংবাদদাতা, মীরসরাই,
মীরসরাইয়ে সরকারি ওএমএসের চাল দোকানে বিক্রির অভিযোগে ভাস্কর দাশ নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ২টায় উপজেলার চৈতন্যের হাট জননী ষ্টোর থেকে তাকে আটক করা হয়। এরআগে চাল ক্রেতার বাড়ি থেকে সরকারি খাদ্য গুদামের সিল দেয়া ৫০ কেজি ওজনের এক বস্তা চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এসময় দোকান বা জননী ষ্টোরের গোডাউনে অভিযান চালিয়ে কোন সরকারি চাল পাওয়া যায়নি। এদিকে দোকানে সরকারি ওএমএসের কোন চাল বিক্রির বিষয় অস্বীকার করেন দোকান মালিক বেনুতোষ দাশ। এঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, জননী ষ্টোর থেকে কয়েকদিন আগে স্থানীয় নেসার উল্ল্যাহ নামে একব্যক্তি সরকারি খাদ্য গুদামের সিল দেয়া একবস্তা ওএমএসের চাল ক্রয় করে নিয়ে যায়। বিষয়টি জানার পর নেসার উল্ল্যাহর বাড়িতে ওই চালের বস্তাটি উদ্ধার করা হয় এবং জননী ষ্টোর অভিযান চালিয়ে দোকানদার বেনুতোষ দাশের ভাতিজা ভাষ্কর দাশ বাবুকে সাময়িক আটক করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে দোকানে সরকারি চালের আর কোন বস্তা পাওয়া যায়নি বলে জানান। জননী ষ্টোর কোন ডিলার থেকে সরকারি চাল ক্রয় করেছে তার বের করার চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকারি খোলা বাজারের চাল বিক্রির বিষয়ে জননী ষ্টোরের মালিক বেনুতোষ দাশ জানান, তার দোকান থেকে গত ৯ এপ্রিল নেসার উল্ল্যাহ একবস্তা চাল ক্রয় করেছে। তবে সেটি সরকারি চালের বস্তা নয়। সরকারি চাল বিক্রি করলে দোকানের আর চাল থাকতো। এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে দাবি করেন
