লিমন হোসেন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদরে ৪ নং শিয়ালকোল ইউনিয়ন খামার পাইকোশা যুব কল্যাণ সংস্থা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
১২ এপ্রিল রবিবার গ্রামটির হত দরিদ্র, অসহায়, ভ্যান শ্রমিক, তাঁত শ্রমিক ও দিনমজুর সহ মোট ৬১ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন সংস্থাটি।
এসময় গ্রামটির অসহায় এক দরিদ্র ব্যক্তি বলেন করোনা ভাইরাসের কারণে বাজার ঘাট ও সমস্ত কাজ বন্ধ রয়েছে। তাই আমরা বাজার ঘাটে বা কোন কাজ কর্মে যেতে পারছিনা।
এসময় খামার পাইকোশা যুব কল্যাণ সংস্থা টি আমাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
সংস্থাটির সভাপতি মোঃ মোকলেছুর রহমান (মিঠু) সাংবাদিক লিমন হোসেনকে বলেন, আমাদের গ্রামটিকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা যারা সমাজের উচ্চ স্তরের মানুষ রয়েছি আমরা যদি আমাদের সমাজে গ্রামের অসহায় মানুষদের পাশে এ সময় না দাঁড়ায় তাহলে তারা না খেয়ে থাকবে।
তাই আমরা গ্রামে একটি সংগঠন তৈরি করেছি। অসহায় মানুষদের পাশে থাকার জন্য। তাদের খাবার ইত্যাদি দিয়ে আমরা সংগঠনের নিজ অর্থায়নে তাদের মাঝে কাজ করে যাচ্ছি।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল , সাংবাদিক লিমন হোসেনকে বলেন, অসহায় মানুষদের পাশে থাকায় আমাদের সংগঠন টির কাজ।
তিনি আরো বলেন আমাদের সংস্থাটির একটি শ্লোগান রয়েছে আপনারা ঘরে থাকুন খাবার আমরাই পৌঁছে দেব।
গ্রামের অসহায় ও হত-দরিদ্রর মানুষদের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে খামার পাইকোশা যুব কল্যাণ সংস্থাটি।