ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার দুলারহাট থানায় নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের রুহুল আমিন বাচ্চুর গাছের নারিকেল চুরিকে কেন্দ্র করে দুলারহাট থানায় অভিযোগের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে বাচ্চু শনিবার (১১ এপ্রিল)সকালে দুলারহাট সাংবাদিক ক্লাবে একি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলেন, গত বৃহস্পতিবার (৯ইএপ্রিল) রাতে আনুমানিক ৯.০০ টার
দিকে রায়হান (২৪) পিং দুলাল আমার গাছের ৪ পিছ নারকেল কেটে নিয়ে যায়।
আমি খবর পেয়ে রায়হানের বাড়িতে যায় তাকে জিজ্ঞাস করলে রায়হান অস্বীকার করে বরং আহত হওয়ার বান ধরে শুয়ে পরে,তার চাচার সেল্টারে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এব্যাপারে আমি পাশের বাড়ির এমরানকে জিজ্ঞাস করলে এমরান বলেন রায়হান ও যুবায়ের সহ নারকেল পারছিলো সেখান থেকে আমাকে এক পির নারকেল দিয়েছিলো।
এঘটনায় উল্টো রায়হানের বাবা দুলাল বাদী হয়ে আমার বিরুদ্ধে দুলারহাট থানায় অভিযোগ দায়ের করে।
এছাড়াও রায়হান দ্বারা আমি বিভিন্ন ধরনের স্বরযন্ত্রে স্বীকার হইতেছি। এমনকি আমি স্থানীয় একটি সমিতি থেকে প্রায় ১০ লক্ষ টাকা ঋন নিয়ে একটি গরুর খামার পরিচালক করি আমার খামারের গরুগুলিকে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এসব নিয়ে আমি৷প্রতিবাদ করলে রায়হান আমাকে কুপিয়ে হত্যা সহ বিভিন্ন কায়দায় মেরে পেলার হুমকি দিয়ে থাকে। রায়হান আমার সাথে এসব ঘটনা ছাড়াও এলাকার বিভিন্ন অপকর্ম ও চুরির সাথে জড়িত।আমি এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুস্থ বিচারের দাবী জানাচ্ছি।
