মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আড়াইহাজারে নতুন করে দুজন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা।
এদের একজন দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও ৭৭ বছর বয়সী, আরেকজন বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের ৬৫ বছর বয়সী। এদের মধ্যে ৬৫ বছর বয়সী ব্যক্তি গত ৪ দিন আগে ঢাকা থেকে এসে করোনার উপসর্গে ভুগলে তাকে টেস্ট করানো হয়।
গত ৭ তারিখে নমুনা সংগ্রহের পর ১০ তারিখ রাতে রিপোর্ট আসলে এদের দুজনের পজিটিভ ধরা পড়ে।
ডা. সায়মা আফরোজ ইভা জানান, ইতোমধ্যে আক্রান্ত দুইজনের বাড়ির সকলকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। শনিবারও ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি মো: উজ্জল হোসেন জানান, আমরা ২টি বাড়ির সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। তাছাড়াও আশে-পাশের সকল বাড়ি লক ডাউন করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, আমি নিজে পাচঁগাও এলাকাতে করোনা আক্রান্ত রোগীর বাড়ি লক ডাউন করে দিয়েছি। পরিবারের সকলকে কোয়ান্টাইনে রাখার জন্য বলা হয়েছে।