মোহাম্মদ শাহ আলম হবিগঞ্জ ॥ হবিগঞ্জে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়নগঞ্জ থেকে ফেরা এ ব্যক্তি কয়েকদিন ধরে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন। আজ শনিবার সকাল ১১টায় তার পরিক্ষার রিপোর্ট এসে পৌছেছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, তিনি নারায়নগঞ্জ থেকে এসেছেন। তার করোনা ভাইরাস সনাক্তের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিল। শনিবার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, গত কয়েকদিনে নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে হবিগঞ্জে বিপুল সংখ্যক লোক এসে প্রবেশ করেছেন। এর মাঝে শুধু নারায়নগঞ্জ থেকে আসা ১৬ জনকে আটক করে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সম্প্রতি তাদের করোনা ভাইরাস নমুনা প্রেরণ করা হয়েছিল। এর মাঝে একজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
উল্লেখ্য, ওই ব্যক্তি হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
