শেখপুরা ইউনিয়নে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দেশে করোনা কভিড ১৯ এ আক্রান্ত সনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারনে দিনাজপুরে সামাজিক গুরুত্ব নিশ্চিতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জোরার হচ্ছে দরিদ্র মানুষের খাদ্য সহায়তার পরিমান। কাজ হারানো কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের খাবারের যোগান দিতে ত্রান তৎপরতা চালাচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সহ বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা। সোমবার (৬ এপ্রিল) রাতে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে হত দরিদ্র পরিবারে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া ইউনিয়নে ২নং ওয়ার্ড ফকির খানায় ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম এলাকার নিন্মো আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন । মোমিনুল ইসলাম জানান, জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর আসনের এমপি ইকবালুর রহিম এর সহযোগীতায় এলাকার স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে