মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ, রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এক মহিলার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। করোনা রোগী সনাক্তকরণের খবরে আশপাশে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
ডাঃ সাঈদ আল মামুন জানান, যে নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ৫৫ বছর। আজ বিকেলের মধ্যে স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন গিয়ে ওই নারীর পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হবে। আশপাশের বাড়ি গুলো লকডাউন করে দেওয়া হবে। ওই নারী বর্তমানে ক্রিসেন্ট নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।