শামীম হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি!!
সামাজিক দুরত্ব বজায় না রাখার অভিযোগে জামালপুর সদরের পৌরসভার ৮নং ওয়ার্ডের জঙ্গলপাড়া বোর্ড়ঘর বাজারে সোহাগ স্টোর কে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫০০টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজ্রিস্টেট এস এম মাজাহারুল ইসলাম। এ সময় তিনি জানান,করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় না রেখে দ্রব্যাদি বিক্রির অভিযোগে সোহাগ স্টোর কে ১৮৬০সালের ১৮৮/১৮৯ ধারায় এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজ্রিস্টেট বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে দ্রব্যাদি ক্রয় বিক্রয় এবং খুববেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান ।