শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি ঃ
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে সরকারি ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রহিমপুর ইউনিয়ন পরিষদের অফিস হতে ভিজিডি চাল বিতরণের সময় এ অনিয়মটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।
সরেজমিনে জানা গেছে, রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোট…. জন ভিজিডি কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত ভিজিডি চাল জনপ্রতি ৩০ কেজি করে দেয়ার কথা। এর মধ্যে একজনের নামের চাউল অন্যজনকে দিয়ে দিছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে। অভিযোগকারী কাইফা বেগম বলেন, প্রায় নয় মাস পূর্বে মাহমুদ মেম্বার আমার কার্ডে কি ভুল হয়েছে তা ঠিক করে দেবে বলে নিয়ে যায়। কার্ড নেয়ার কিছুদিন পর ইউনিয়নে চাউল বিতরণ করা হচ্ছে যেনে আমি ইউনিয়নে যাই গিয়ে চাউল চাইলে অন্যরা বলেন সমিত্রা নামে আমার পাশের বাড়ির এক মহিলা চাউল নিয়ে গেছে। বিষয়টি নিয়ে মেম্বারের কাছে জানতে চাইলে উনি বলেন আগামীতে দেওয়া হবে। গত বৃহস্পতিবার যখন আবার চাউল বিতরণ করা হচ্ছে খবর পেয়ে ইউনিয়নে পরিষদে যাওয়ার পর জানতে পারি আবারো সমিত্রা বেগম আমার নামের চাউল নিয়ে গেছে।
তখন মেম্বার সাহেবকে জিজ্ঞেস করলে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেন ও বলেন এ বিষয়ে বেশি যেন কথা না বলি তাহলে সমস্যা হবে।
