মোঃ বুলবুল খান পলাশ (ধামরাই প্রতিনিধি)
ঢাকার ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে ৫০০শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলাকার সকল যুবকরা। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সারাদেশে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে কর্মহিন হয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সেই সমস্ত অসহায়, হতদরিদ্র, দিন মজুুর, দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সন্ধার পরে থেকে যুবকরা ৪নং
ওয়ার্ডের প্রতিটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫০০ শত পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী প্রতি বেগে দেয়া হয়েছে চার কেজি চাল সাথে ডাল, আলো, পেয়াজ।
এসমস্ত খাদ্য সামগ্রী ভেনে করে প্রতেক বাড়ি গিয়ে পৌঁছে দেন যুবকরা।
এ সময় যুবকদের সাথে ছিলেন ধামরাই পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আলী,৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল শিখা আক্তার,
সাবেক কাউন্সিল তোবারক হোসেন কামাল,
সমাজ সেবক আব্বাস আলী, সমাজ সেবক মশিউর রহমান জানু, সমাজ সেবক আতিকুর রহমান আতিক, সমাজ সেবক শরিফ মেম্বার, সমাজ সেবক তোফাজ্জল হোসেন, সহ এলাকার সকল যুবকরা।
ত্রান বিতরণ শেষে কাউন্সিল মোহাম্মদ আলী বলেন, আমার পৌরসভার ৪নং ওয়ার্ডের যুবসমাজের যুবকরা জেগে উঠেছে তাদের এই উদ্যোগ মহৎ উদ্যোগ। এতে করে দরিদ্র ও মধ্য আয়ের মানুষরা নিরাপদে ও নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারে। তিনি আরো বলেন দেশের এই কঠিন মুহূর্তে শুধু যুবকরা নয়
সমাজের সকল স্তরের মানুষ দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই দূর্যোগ মোকাবেলার জন্য তিনি আহব্বান জানাচ্ছি।