লক্ষ্মীপুর প্রতিনিধি,
বর্তমানে দেশে করোনা ভাইরাসের কারণে নিন্মবিত্তের মাঝে ত্রাণ বিতরণের কথা থাকলেও
৪নং চররুহিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিম্মবিত্তরা পাননি ত্রাণ সামগ্রী।
এখানে বেশির ভাগ মানুষের কর্ম হচ্ছে কাঠমিস্ত্রী,
কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবার কাজকর্ম বন্ধ, বর্তমানে তাদের ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে বৃহত্ সংকীর্ণতায় ভুক্তে হচ্ছে।
বেশির ভাগ মানুষ অনেক কষ্টে আছে, মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে সরকারের দীর্ঘ মেয়াদি জনসমাগম বন্ধের কারণে কোথাও গিয়ে কাজকর্ম করতে পারছেনা। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে ৪ নং চররুহিতা ৩ নং ওয়ার্ড বেরাকান্দীর কোনো সদস্য কেন এখনো ত্রানের চাউল পায়নি।
উক্ত ৪ নং চররুহিতা ৩ নং ওয়ার্ড বেরাকান্দীর
স্থানীয় বাসিন্দা সুরেশ সরকার, মিনতি রানী, উৎপল সরকার সহ অন্যান্য বাসিন্দাদের সাথে কথা বললে তিনারা কান্নায়
ভেঙ্গে পড়ে।
তারা বলেন–
“লোকের মুখে শুনি ইউনিয়ন অফিসে সরকারের দেওয়া অনেক ত্রাণ এসেছে, কিন্তু আমাদের ১কেজি চাউল ও ভাগ্যে জোটে না।
পরিশেষে একটি কথা বলবো আমরা অনেক কষ্টে আছি,,প্রয়োজনে আপনারা সরজমিনে তদন্ত করে দেখুন। আমরা ৩ নং ওয়ার্ডের বেরাকান্দীর
লোকজন বড্ডো দুখে
আছি, এভাবে চলতে থাকলে করোনা আক্রান্ত নয়
ক্ষুধা নিবারনের অভাবে মরে যাবো।
হয়তো খাবার দিন, না হয় এলাকা থেকে তাড়িয়ে দিন……!!
খাবার সংকীর্ণতায় রয়েছে ৩ নং দালাল বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডদের শ্রমিকদের পরিবার।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এই করুণ সংকটের মাঝে ও সরকারীভাবে টাকা বরাদ্দ দিয়েছেন। প্রশ্ন তোলা যায় এসব টাকা কোথায় যাচ্ছে? কে খাচ্ছে, কাদের পকেট ভারি হচ্ছে? বিষয়াদি গুলো প্রশাসন সচক্ষে দেখে বিবেচনাধীন করার অনুরোধ।