ইমন রহমান, স্টাফ রিপোর্টার ঃ নেত্রকোনায় করোনা ভাইরাসের কারণে কাজ না পাওয়া কর্মহীন হত-দরিদ্র, দিন মজুর, শ্রমিক ও খেটে খাওয়া নিন্ম আয়ের প্রায় ১২০০ সাধারণ মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনার মানবতার ফেরিওয়ালা সেন্টু রায়। মানবের দুঃসময়ে কম আয় মানুষের দুর্ভোগ লাঘবের সামান্য চেষ্টা করে পাশে দ্বারান।গতকাল দও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজে উপস্থিত থেকে প্রশাসনের সহযোগিতায় দরিদ্র পরিবার গুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ।তিনি সাংবাদিকদের জানান, এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দঁাড়াতে পেরে তিনি আনন্দিত। তিনি এই দুঃসময়ে নিন্ম আয়ের লোকজনের পাশে সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
