মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে জনসমাগম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে জরিমানা করা হয়েছে।গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার হাট-বাজার সহ বিভিন্ন স্থানে জনসমাগম ও আড্ডা বন্ধে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের দুই বিজ্ঞ নির্বাহী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ও পান্না আক্তার।জরিমানা কৃতরা হলেন, মাছুমপুর এলাকায় পিতা মৃত আঃ জলিলের ছেলে মোঃ আবু বক্কার কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ শত টাকা,কালিয়া কান্দাপাড়া এলাকার মোঃ আব্দুল্লাহ এর ছেলে মোঃ আসলাম (২০) ঐ একই ধারায় ২শত টাকা জরিমানা করা হয়। পরেবহুলী বাজার এলাকায় মৃত ছোবহাব ছেলে মোঃ ছানোয়ার হোসেনকে ২০১৮ সনের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ২৬(১)(২) ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পিপুলবাড়ী বাজারের স্বপন সেলুন মালিক স্বপনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা,সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এনামূল হকে ২০০৫ সনের ধুমপান ও তামাক জাত দ্রব নিয়ন্ত্রণ ৫,৪ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।দন্ড বিধির ১৮৮ ধারায় জাকারিয়াকে ৫ শত টাকা, মইনুল হক ৬শত টাকা, বাবু শেখকে ৪ শত টাকা,হামিদুল ইসলামকে ২ শত টাকা, হাবিবকে ১ হাজার টাকা , আব্দুল হামিদ ১ হাজার টাকা জরিমানা করা হয়। রহমতগঞ্জ এলাকায় মোঃ কামরুল ইসলামকে ২০০৯ সনের ভোক্তা অধিকার সংরক্ষণের ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১৬ টি মামলা করা হয় মোবাইল কোর্টের তফসিলভুক্ত আইনে।জেলা প্রশাসনের দুই বিজ্ঞ নির্বাহী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ ও পান্না আক্তার জানান ,সিরাজগঞ্জ জেলা সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ নির্দেশ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জনবান্ধন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।তাই কোভিড-১৯ সংক্রামক ব্যাধির বিস্তার রোধে, জনসেচতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে ।প্রাণঘাতিক করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ না মেনে জনসমাগম ও আড্ডা বন্ধে বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বড়বাজার,,কান্দাপাড়া হাট,বাহুলী হাট,পিপুলবাড়িয়া বাজার,গোশালা এবং বাজার স্টেশন সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান চালানো হয়। গণ জমায়েত রোধ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ , গণপরিবহনের নিয়ন্ত্রণ এবং সরকারি আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে উপযুক্ত অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণকে প্রয়োজন ছাড়া অযথা বাড়ির বাইরে জনসমাগম ও আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।জনস্বার্থে এ অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে জানান তিনি ।ভ্রাম্যমাণ আদালতে পরিচালনায় সহয়তা করে সদর থানার এস আই রেজাউল হোসেন, পেশকার মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আতাহার শেখ সহ সদর থানা পুলিশ সদস্যরা।
