হাজী মোঃ ইউসুফ প্রচার সম্পাদক
নারায়ণগঞ্জ, আড়াইহাজার, দরিবিশনন্দী গ্রাম এর অসহায় ও মানবতর জীবন জাপন করছেন
বিশনন্দী ইউনিয়নের
৩নং ওয়াড, দরিবিশনন্দী গ্রাম এর ৪টি পরিবার ।যানা গেছে ঐ গ্রামের
কেরামত আলি নামের এক প্রভাপ সালী লোক
দীর্গ দীন যাবত তাদের উপর জুলুম করে তাদের যাতায়াতের রাস্তা বন্দ করে দেয়।
জনাব,হাফেজ আব্দুল বাতেন সাহেব, জীনি হাজারো হাফেজ,কারি ছাএ দের উস্তাদ।
হাফেজ মুহাম্মদুল্লাহ তিনি ও বহু আলেমের উস্তাদ ।
হাজী আবদুল লতিফ সাহেব।
তাদের পরিবারে মোট ২৭ জন সদস্য রয়েছে এখানে।
ও এখানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ,
যেখানে প্রতি দিন ১০০ এর মত ছোট বাচ্চা পরা লেখা করে ।
তাদের পরিবার দের কে অন্যায় ভাবে
রাস্তা বন্দ করে দেয়া হয়েছে ।
তারা এখন নামাজে যেতে পারছেনা,
ছোট বাচ্চারা পরতে ও যেতে পারছেনা,
জানা গেছে এলাকার
মেম্বার
জনাব আব্দুল হান্নান সাহেব গ্রামের সবাই কে নিয়ে কয়েক ভার ঐ কেরামত আলি কে রাস্তা খুলে দিতে বলেন ও নিজে গ্রাম বাসি দের কে নিয়ে খুলেন , তার পর ও রাস্তা বন্দ করে দেন । পরে , স্থানিয় চেয়ারম্যান জন বন্দু
জনাব,
মো: সিরাজুল ইসলাম ( সাবেক ভিপি)সরকারী সফর আলি কলেজ ।
তিনি এলাকার গন্য ,মান্য
কয়েক জন মেম্বার ও সাবেক চেয়ারমেন
দের পাঠান জেন তারা রাস্তা খুলে দেন ।যেহেতু বর্তমানে
দেশে একটি মহামারির আতংকে আছে সবাই
তারা উক্ত রাস্তা খুলে দিলে।
আজ ০২/০৪/২০২০ তারিখে রাস্তাটি আবারও বন্দ করে দেন ।
এব্যাপারে মাননিয় এম পি মহদয়ের দৃষ্টি আকর্ষন করছি ।