মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বনবাড়ীয়া ছায়ানীড় সংসদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।১ এপ্রিল বুধবার দুপুর ৩ টায় পাইকপাড়া মডেল হাইস্কুলের মাঠ প্রাঙ্গণে এলাকায় প্রায় ২ শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছায়ানীড় সংসদে সভাপতি মোঃ তোজাম উদ্দিন ও পাইকপাড়া মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মােঃ ছাইদুল ইসলাম। খাদ্য সামগ্রী বিতরণ শেষে ছায়ানীড় সংসদে সভাপতি মোঃ তোজাম উদ্দিন বলেন,১৯৯১ সালে ছাড়ানীড় সংসদ স্থাপিত হয়। হাটি হাটি পা পা করেআজ ২৯ বছর ধরে যেকোনো প্রকৃতিক দূযোর্গ মোকাবেলা আমরা সাদ্য মতো হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে আসছি। তারাই ধারাবাহিকতা বুধবার দুপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ডাল, আলু,ময়দা বিতরণ করা হয়েছে। আরোও বলেন , বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনার যে ভাইরাসটি বিস্তার লাভ করেছে তার নাম কোভিড-১৯। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াতে পারে। কোনো সুস্থ ব্যক্তি যখন করোনা আক্রান্ত ব্যক্তির দেওয়া হাঁচি বা কাশির সুক্ষ্মকণা শ্বাসপ্রশ্বাস বা হাতের স্পর্শের মাধ্যমে মুখে নেন, তখন তার দেহেও করোনা সংক্রমণ ছড়াতে পারে এব্যাপারে সকলকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আরও অনেক কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে।এ সময় ছায়ানীড় সংসদে সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন,৫নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,ছায়ানীড় সংসদে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, মেহরাব হোসেন, মমিন শেখ, মাফিযুল ইসলাম মাফি, আলিম হোসেন, আজাদুর রহমান, নিঝুম সহ এলাকায় গণ মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
