এজি লাভলু, স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত নানা পদক্ষেপের কারণে অনেক দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । ফলে নিদারুন কষ্টে কাটছে তাঁদের প্রাত্যাহিক জীবন। কুড়িগ্রামের উলিপুর উপজেলাতেও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।
উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের অসহায় মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার চেষ্টা করেছে কুড়িগ্রাম জেলা সোসাইটি, ঢাকা।
১ এপ্রিল গুনাইগাছ ইউনিয়নের প্রায় সাড়ে তিন’শ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন সোসাইটির সদস্যরা।
এসময় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, সোসাইটির সাধারণ সম্পাদক শাহীন চিশতীসহ সোসাইটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শাহীন চিশতী জানান, চলমান সংকটে গ্রামের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ প্রায় তিন’শ পঞ্চাশটি পরিবারকে চাল, আলু, সাবান ও মাস্ক দেয়া হয়েছে। আমাদের আরো পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য জেড ফাউন্ডেশনের জাকির হোসেন চৌধুরী ও তাঁর সহধর্মীনিকে ধন্যবাদ জানান তিনি।
এ প্রসঙ্গে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। কুড়িগ্রাম সোসাইটিকে অনেক ধন্যবাদ এই মানবিক কার্যক্রম হাতে নেয়ার জন্য।
প্রসঙ্গত, স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণে ১৫ জন স্বেচ্ছাসেবক কাজ করেন।