এস.এম.জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আলী আহম্মদ মোল্লার ও পুলিশ পরিদর্শক ( তদন্ত) চাঁদ মিয়া করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে আগামী ৭ দিন ঘরে থাকার আহ্বান জানিয়েছেন । তাঁরা এক সাক্ষাৎকরে ধোবাউড়াবাসীকে বলেন সম্মানিত ধোবাউড়া বাসী , আসসালামু আলাইকুম, করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতন হোন, নিজে সতর্ক থাকুন, অন্য কে সতর্ক করুণ।আগামী সাতদিন বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজে নিরপদে থাকুন অন্য কে, নিরাপদে রাখুন। পুলিশের পিকাপের শব্দ শুনে বা ইউনিফর্মে দেখে রাস্তা, বাজার হতে দৌড়ে পালিয়ে আবার এসে(পুলিশ যাওয়ার পরে) পুলিশকে ধোঁকা দিচ্ছেন? না,নিজে ধোকায় পরছেন। কোন লাভ নেই,নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে ঘরে থাকুন।মহামারি থেকে দেশকে রক্ষা করতে পুলিশ প্রশাসন কে সহযোগিতা করুন। আপনি ভাল থাকলে আপনার পরিবার ভাল থাকবে। পুলিশতো তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে মাত্র।আপনি সুস্থ থাকলে এর সুফল আপনার পরিবার ভোগ করবে পুলিশ কিন্তু নয়। একটু কষ্ট হলেও নিয়ম মেনে চলুন। ঘরে থাকুন নিরাপদে থাকুন।
