মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
রবিবার (২৯ মার্চ ) দিনাজপুরে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাাজপুর সদর-৩ আসনের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপির দিকনিদের্শনায় এবং দিনাজপুর জেলা ছাত্রলীগের কর্মী আবু রায়হান আলিফ এর নেতৃত্বে দিনাজপুরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের জীবানু নাশক স্পেরে করা হয়।