মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন আজ অজস্র মানুষের জীবন।ভয়াল করোনা ভাইরাস প্রতিরোধে উন্নত বিশ্ব যেখানে নাকানি-চুবানি খাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো নিম্নআয়ের দেশে এর প্রতিরোধ বড়ই অসহায়ের মতো শোনায়। তবু সংক্রমণ ঠেকাতে নিরন্ন মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে।রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না ।তাদের কথা ভেবে বিশেষত বাংলাদেশের উত্তরাঞ্চলের অসংখ্য অসহায় গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দিনাজপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ছাত্রছাত্রীরা “বিবেক (নিরাপদ পৃথিবীর পথে)” এর ব্যানারে দরিদ্র-খেটে খাওয়া মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রজেক্টটিতে নেতৃত্ব দিচ্ছেন জনাব মণীষ কুমার রায়, প্রভাষক রসায়ন বিভাগ, দিনাজপুর সরকারি কলেজের।
তারা তাদের নিজেস্ব ল্যাবয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করছেন এবং তারা ২০০+হ্যান্ড স্যানিটাইজার, ১০০০ সাবান, কিছু সেফটি মাস্ক বিতরণ করেছেন গরিব দুঃখী রিক্সাওয়ালা প্রভৃতি দের মাঝে।
তারা বলেন, পর্যাপ্ত অর্থ সহায়তা পেলে এইসব নিরন্ন মানুষের কাছে যৎকিঞ্চিৎ পরিমাণে চাল ডাল আলু স্যালাইন, প্যারাসিটামল বিতরণ করতে চাই। সমাজের উঁচু তলার মানুষদের কাছে তাই দুহাত পেতেছি। আপনাদের অপার করুণা হয়তো অন্যের জীবন বাঁচানোর রিজিক।
মূলত সংকটে মানুষের পাশে দাঁড়ানো, সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ এই লক্ষ্যে বিশ্ব সংকট মোকাবেলায় তাৎক্ষণিকভাবে এই সংগঠনের পথচলা। তাতেই সংগঠনটি সমাজের নিচুতলার মানুষের দৃষ্টি কেড়েছে। এই কাজে তারা মহান সৃষ্টিকর্তা ও সকল নাগরিককে পাশে চায়।
সাহায্য পাঠাবার ঠিকানা
০১৭৪১০৭৫২৭৮-ইমন (বিকাশ)
০১৩১৮১৬২৯০২-জনি(বিকাশ)
০১৭৭৩৫৩৬৩৫৩-ইকবাল(বিকাশ ও রকেট)
আসুন সবাই মিলে ভালো থাকি।