মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ, আড়াইহাজার
করোনা ভাইরাস প্রতিরোধে আড়াইহাজার উপজেলা প্রশাসন সোমবার ২৩ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাাজ্ব নজরুল ইসলাম বাবু নারায়নগঞ্জ ২। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় করোনা প্রতিরোধে আড়াইহাজার উপজেলাবাসীকে রাস্তাঘাটে হাট বাজারে লোক সমাগম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। সে সাথে বিশনন্দী ও ফতেহপুরে সাপ্তাহিক গরুর হাট বন্ধ থাকা এবং আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সহ লোক সমাগম হয় এমন কোন অনুষ্ঠান করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহীতা হয়। তাছাড়া উপজেলার প্রতিটি নিত্য প্রয়োজনীয় দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং সকল প্রকার খেলাধুলার টুর্নামেন্ট বন্ধ থাকার সিন্ধান্ত হয়। এই আদেশ কেউ অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেওয়া হয়।