নাজমুল ইসলাম,ভালুকা ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকায় বেপোরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় স্কুল পড়ুয়া সপ্তম শ্রেনীর ছাত্র শাহীন (১৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। নিহত শাহীন কৈয়াদী গ্রামের রুস্তম অালীর ছেলে। সে সখিপুর রফিক রাজু ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেনীতে ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের রুস্তম অালীর ছেলে শাহীন (১৪) ঘটনার দিন সকালে তার স্কুল সখিপুর রফিক রাজু ক্যাডেট স্কুল থেকে বাড়িতে ফিরছিলো! নিহত শাহীন বেপোরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে অাসার সময় কৈয়াদী বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পিছনে বসে থাকা জাহাঙ্গীর অালম (২৪) গুরুত্বর অাহত হন। এসময় নিহত শাহীনের পালসার হোন্ডাটি ধুমড়ে মুচড়ে যায়।