এস.এম.জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা নোবেল করুনা ভাইরাসের অজুহাত দেখিয়ে বাড়িয়ে দিয়েছে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম। এতে মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক। নিত্য প্রয়োজনীয় পন্য চাল বস্তা প্রতি ২০০-৩০০ টাকা এবং পেঁয়াজের দাম ৪০-৯০ টাকা ও মাস্ক দাম বেড়ে যাওয়াই জনসাধারণের মাঝে অস্থিশীলতা দেখা দিয়েছে, অন্য দিকে স্কুল কলেজ ও কাওমি মাদ্রাসার বন্ধ ঘোষণা করাই ময়মনসিংহ থেকে ধোবাউড়া গামী পরিবহনের ভাড়াও বেশি নিচ্ছে গাড়ি চালকরা এমনটাই জানান ভুক্তভোগী দুই যাত্রী। এমন অবস্থায় পরিবহন যাত্রী ও ক্রেতা সাধারণ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
