জেলা পুলিশের আয়োজনে (১৯ মার্চ) বৃহস্পতিবার দিনব্যাপী শহরের প্রধান প্রধান বাজার ও বিপণিতে লোকজনের মাঝে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার লক্ষ্যে করণীয় সম্পর্কিত কিছু লিফলেটের তুলে ধরে সেগুলো বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম।
পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন।ঘনঘন দুই হাত সাবান দিয়ে২০ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন। হাঁচি-কাশির সময়টিস্যু অথবা কাপড় দিয়ে বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন।
ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত মহিলার পাকশী ফেলুন এবং হাত-মুখ পরিষ্কার করুন। হ্যান্ডশেক বা কোলাকুলি থেকে বিরত থাকুন।জ্বর সর্দি শুকনো কাশি মাথা ব্যথা গলা ব্যথা ও শরীরের ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।রান্নার আগে খাবার ভালোভাবে ধুয়ে নিন এবং সেদ্ধ করুন।জনবহুল স্থানে বা গণপরিবহনে মাস্ক ব্যবহার করুন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখবেন না দ্রুত ধুয়ে ফেলুন ।এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: