মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ করতে।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার কোন বিকল্প নাই।
গত ১৯ মার্চ ২০২০ ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এ কথা বলেন।
জেলা প্রশাসন কার্যালয় সম্মুখ সড়কে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার কমিশনার জনাব মোঃ মাতলুবুল মামুন, সহ-সভাপতি জনাব মোঃ আকরাম হোসেন, সম্পাদক জনাব মোঃ আনিসুজ্জামান মিরন, যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাফিউর রহমান, জেলা রোভার সম্পাদক জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা স্কাউট লিডার জনাব মোঃ মশিহুর রহমান, সদর উপজেলা সম্পাদক জনাব হিরন্ময় দত্ত সহ স্কাউট ও রোভারের সদস্যবৃন্দ।
উদ্বোধনীর পর জেলা প্রশাসন কার্যালয় সম্মুখ সড়কে, সদর হাসপাতাল মোড়, লিলির মোড়, মডার্ণ মোড়, বালুবাড়ী শহীদ মিনার মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।