পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে করোনাভাইরাস রোধে বিদেশফেরত ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন নিদের্শনা না মানার অভিযোগে নজরুল ইসলাম নামে ১ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লালমনিরহাটের সহকারী কমিশনার (এনডিসি) সহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কানাডাফেরত প্রবাসীর এ জরিমানা করেন।
পাশাপাশি জেলা প্রশাসক আবু জাফর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে নিদের্শও দিয়েছেন।
লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, জেলায় কোনো বিদেশফেরত প্রবাসী বা যাত্রীর খবর পাওয়া গেলে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নিচ্ছি।