মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
১৭ মার্চ ২০২০ ইং রোজ মঙ্গলবার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী “মুজিববর্ষ” ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রংপুর বিভাগের সেরা দশটি কলেজএর অন্যতম কে.বি.এম. কলেজ দিনাজপুর এর অধ্যক্ষ জিয়াউল হুদা এর নেতৃত্বে বনজ,ফলজ ও ফুলের মোট ১০০ টি গাছ রোপন করা হয়।
উক্ত গাছ রোপন শেষে কে.বি.এম. কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে মহান আল্লাহ পাকের নিকট,সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে,মরহুম বঙ্গবন্ধু সহ তাঁর শহীদ পরিবার বর্গের বেহশতবাসী কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা, উপাধ্যক্ষ সরদার ক্ষুদরত ই ক্ষুদা, কলেজের শিক্ষক প্রতিনিধি অমিত চৌধুরীসহ কলেজের অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।