সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
(১৭ মার্চ) মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন ও মুজিব বর্ষ শুরু উপলক্ষে গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ, আলোচনা সভা, গাছ রোপন ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো নিজ অর্থায়নে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রত্যেক শিক্ষক- শিক্ষিকা,ম্যানেজি কমিটির সদস্য ও ছাত্রলীগের মধ্যে বিতরণ করা হয়েছে।

পরে প্রধান শিক্ষক ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কমন রুমে অনুষ্ঠিত হয়। সভায় অত্র প্রতিষ্ঠানের নজমুল হুদা শাহ এ্যাপোলো জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার অনুরোধ করেন।
সেইসাথে বইটি পড়ে তার আত্মজীবনী সম্পর্কে নিজের সন্তান, শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।
এসময় সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি শিক্ষক আতাউর রহমান,অনন্ত চন্দ্র দেবনাথ, মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি শিক্ষক ও গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, এমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক বেলাল হোসেন, পরিতোষ মহন্ত, জয়ন্তী চৌধুরী, আজাহারুল ইসলাম,মাসুমা বেগম,মুস্তারী ইসলাম শাহ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, জুবায়েদ বিন আশরাফ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক বদিউজ্জামান।

নুরে আলম শাহ:: ঠাকুরগাঁও প্রতিনিধি: