নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠন গুলো।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নিতপুর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
এরপূর্বে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের আয়োজনে পোরশা উপজেলায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে করনীয় এক মতবিনীময় সভায় খাদ্যমন্ত্রী সাধন মজুমদার এমপি যোগদেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলি মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুব হাসান, মৎস্য কর্মকর্তা আইউব আলি, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আঃ খালেক, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিম আক্তার সহ উপজেলাে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারি গণ উপস্থিত ছিলেন।