ঠাকুরগাঁওয়ে ইপিআই কার্যক্রম “হাম-রুবেলা” ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, ডব্লিউ এইচও’র এসটিএমও ডা: সিফাত জাহান, সদর হাসপাতালের ম্যাডিকেল অফিসার ডা: সুব্রত কুমার সেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সদস্য বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।

আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন চলবে এবং ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে বলে কর্মশালায় জানানো হয়।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: