সুজন রাজশাহীপ্রতিনিধি :
রাজশাহীর তানোরে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক রেজাউল ইসলাম (৩৮) নিহত হয়েছেন । অপর দিকে বাস চালক তালাশকে আটক করেছে থানাপুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে তানোর- আমনুরা সড়কের বুড়াবুড়িতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম তানোর পৌর এলাকার তালন্দ সমাসপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরের দিকে উপজেলার তানোর-আমনুরা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে আমনুরামুখী বাস তানোর আসছিল। অপরদিকে তানোর থেকে একটি মোটরসাইকেল আমনুরা দিকে যাচ্ছিল। বড়াবুড়িতলা এসে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ইসলাম নিহত হন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, কৌশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমনুরা থেকে রাজশাহীতে আসছিলো। এ সময় তানোর থেকে আমনুরাগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল চালক নিহত রেজাউল ঘটনাস্থলেই নিহত হন। আমরা বাসটির চালক তালাশকে আটক করেছি। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।