সুজন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী নগরীর চোদ্দপায় ফায়ার সার্ভিসের সামনে বাসের ধাক্কায় অটোর ১ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
আজ শনিবার রাত ৮ টার দিকে কাটাখালী থানাধীন চোদ্দপায়া ফায়ার সার্ভিসের পুর্বদিকে এ ঘটনা ঘটে। তবে প্রথমিক ভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাজশহী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা আমানা ট্রাভেলস এর যাত্রীবাহি বাস দ্রত গতিতে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোকে ধাক্কা দিয়ে পলানোর চেষ্টা করে, এতে অটোর একজন যাত্রী বাসের চাকার মধ্যে ঢুকে যায়।
পরে ওই যাত্রীকে টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়ান পাড়া মোড়ে। ওই অটোতে ৪ জন যাত্রী ছিলো এদের মধ্যে একজন ঘটনা স্থলে নিহত হন।
অপর তিনজনের অবস্থা আশংখা জনক বলে জানিয়েছেন স্থানীয়রা । পরে চোদ্দপায়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।