মোঃ আনোয়ার হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার বন্দরের একরামপুর চিল্লা শরীফ মহল্লার আবদুর রউফ সরদারের সেজো ছেলে মরহুম মোঃ আকবর হোসেনের ১৯ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ই মার্চ) বাদ বাদ জুমা রাজধানী ঢাকার জুরাইনের মুন্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় মরহুম আকবর হোসাইন সহ পরিবারের অন্যান্য কবরবাসীর আত্মার মাগফেরাত ও জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোখতার রেজা মাসুমী ফয়জে আল ওসমানী সুলতানপুরী পীরসাহেব মাসুমিয়া দরবার শরীফ। এ মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মতোয়াল্লী মোহাম্মদ ফালান ও মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহেল আহ্মেদ শোহেল, মোঃ আক্তার হোসেন, ডাক্তার মোহাম্মদ আরিফ, জমশেদ রেজা মাসুমী, মোঃ জহির, রাব্বি, মোঃ আতিকুল ইসলাম মাসুমি ও মরহুম মোঃ আকবর হোসেনের পরিবারের সদস্যগন, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লি। উল্লেখ্য , ২০০০ সালের ১০ মার্চ মরহুম মোঃ আকবর হোসেন মাত্র ২৬ বছর বয়সে মাথায় রক্তক্ষরণ জনিত কারণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
