লিমন হোসেন, সিরাজগঞ্জ সদরঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে খামার পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ সদরের ১২০ নং খামার পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ উম্মে হাবিবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আপেল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলী (সিরাজগঞ্জ সদর), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল হাই মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গাজী আবু তাহের সহ অন্যান্য বিদ্যালয় থেকে আসা শিক্ষক শিক্ষিকা মন্ডলী বৃন্দ। উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন আজকে খামার পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আমি খুবই আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন বছরের শুরুতেই তোমাদের মাঝে নতুন বই দেওয়া হয়। তোমরা প্রতিদিন বিদ্যালয়ে আসবে। শুধু পরাশোনা করলেই হবে না সাথে শারীর চর্চাও করতে হবে, তাহলে শরীর মন দু’ই ভালো থাকবে। তোমরা নিয়মিত খেলা ধুলা করবে। অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনারা আপনার সন্তানের চাহিদা নিবেন এবং প্রতি সপ্তাহে দুই তিন দিন করে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ খবর নিবেন। শিক্ষার্থীরা ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে এবং অভিভাবকদের বালিশ খেলার মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পরে বিজয়ী শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
