পর্ণোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৩ সদস্য আটক নারায়ণগঞ্জে
December 23, 2017
অপরাধ, আইন ও আদালত, ক্যারিয়ার, জাতীয়, প্রচ্ছদ, সারা বাংলা
134 Views
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ সরঞ্জামসহ পর্ণোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব-১১ জানায়, শুক্রবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত রুপগঞ্জের গাউসিয়া, তাঁতবাজার মার্কেট এবং সোনারগাঁওয়ের মোগড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৯টি সিপিইউ, ২৯টি মনিটরসহ প্রায় ৭ হাজার পাইরেটেড সিডি, ডিভিডি জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জে র্যাব-১১’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পর্ণোগ্রাফি ও পাইরেসির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।