মোঃ বুলবুল খান পলাশ (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে গিয়ে রাস্তায় ইজিবাইকের উপর গাছ পড়ে ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরো দু’জন। নিহত যাএীর মধ্যে ৩ জন নারী ও দুইজন পুরুষ।
সোমবার দুপুরে ধামরাইয়ের কাওয়ালিপাড়া চৌরাস্তা – মাদরপুরে আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাজেদা বেগম, আয়েশা বেগম, শেফালী খাতুন, শামসুল হক ও নরুল ইসলাম। তারা সবাই বয়স্ক ব্যক্তি। তাদের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার তেলীগ্রাম ও বাইচাইল গ্রামে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন থানা পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পরক্ষণে ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিক পালিয়ে যায়। এ বিষয়ে ধামরাই কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজন ও উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনায় ইজিবাইকের চালক আহত রয়েছে বলেও জানান তিনি।
