পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ মার্চ) বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের উদ্যোগে রবিবার এই ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।