রাজশাহী প্রতিনিধি ঃ
একাদশ শ্রেণি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান করেছে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ।
‘দেশ প্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়াই আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১২ টায় সাহিত্য-সাংস্কৃতি কমিটির আয়োজনে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে আহ্বায়ক ডঃ মোঃ শাহাদত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ এ. এম. সাইদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. জার্জিস কাদির ও উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আলিউল আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নিউ গভঃ ডিগ্রী কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ফামিদ হাসিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আওয়াল আনসারী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আমেনা আবেদীন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ শাহনাজ পারভীন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মহীন, আনান্য বিভাগের প্রধান বিভাগীয়, নিউ গভঃ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুণ ও উপস্থিত নেতৃবৃন্দ।