মেহেরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী সমাবেশ ও মানববন্ধন এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শফিউল আজমের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, ইউপি সদস্য রোজিনা খাতুন, নারী উদ্যোক্তা হাসিনা, সুবর্ণা মহাজাবিন, সিডিপি কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ।