ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বাড়ীর ভিতরে শ্রাবণী রানী রায় (১৫) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে ঐ ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়ীর ভিতরে একটি রুম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রাবনী রানী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়,রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারনে এই হত্যাকান্ড সেটা বলা যাচ্ছেনা। পুলিশ তদন্ত করছে।
এদিকে শ্রাবনীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। নির্মম ভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি মর্মান্তিক । পুলিশ তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: