ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দ নগর ইকো পাঠশালা এন্ড কলেজ ক্যাম্পাসে ইকো পাঠশালার আয়োজনে “আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না, ভাই ,মরব না ।। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকো পাঠশালা এন্ড কলেজ এর চেয়ারম্যান ডা. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। এর আগে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে দেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিমা আখতার।
বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শেষে সভাপতি ড.মুহম্মদ শহীদ উজ জামান অতিথিবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
