ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে
(২৭ ফ্রেব্রুয়ারি) বৃহস্পতিবারজাতীয় সংগীত গাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সদর উপজেলাসহ ৫টি উপজেলা থেকে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫ টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। এরমধ্যে জেলার প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও সরকারি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয় দল,মাধ্যমিক পর্যায়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ দল চ্যাম্পিয়ন হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বক্তব্য দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।বিশেষ অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.গোলাম কিবরিয়া মন্ডল, জেলা শিক্ষা অফিসার,খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এছাড়া প্রতিযোগিতায় জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
পরে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
